রসায়নের কিছু গুরুত্বপূর্ন তথ্য
কিছু কথা
ক্ষারধাতু সমূহের যোজ্যতা ১ ।
মৃতক্ষারধাতু সমূহের যোজ্যতা ২ ।
হ্যালোজেন এর যোজ্যতা ১ ।
রসায়নের কিছু গুরুত্বপূর্ন তথ্য
১ ।কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারন ক্ষমতার সূএ হচ্ছে 2n2(যেখানে n=1,2,3,4)। n=1 হলে প্রথম শক্তিস্তর, n=2 হলে দ্বিতীয় শক্তিস্তর, n=3 হলে তৃতীয় শক্তিস্তর, n=4 হলে ৪র্থ শক্তিস্তর ।
অর্থাৎ১ম শক্তিস্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারন ক্ষমতা ২টি, ২য় স্তরে ৮টি,৩য় স্তরে ১৮টি, ৪র্থ স্তরে ৩২টি ।
২ ।যখন দুইটি ধাতু নিয়ে কাজ করা হয় তখন তাদের মধ্যে যার অবস্তান সক্রিয়তা সিরিজে উপরে থাকে তার জারন আর যার অবস্থান নিচে থাকে তার বিজারন হয় ।
৩ ।যখন দুইটি ধাতু সম্পর্কিত যৌগ নিয়ে কাজ করা হয় তখন তাদের মধ্যে যে ধাতুর অবস্তান সক্রিয়তা সিরিজে উপরে থাকে সে ধাতু সম্পর্কিত যৌগটি উৎপাদ ও যে ধাতুর অবস্তান নিচে থাকে সে ধাতু সম্পর্কিত যৌগটি বিক্রিয়ক হয় ।
৪ ।সক্রিয়তা সিরিজে যে মৌলের অবস্থান যত নিচে হয় তার বিজারণ তত আগে ঘটে ।
৫ ।প্রায় সকল বিয়োজন বিক্রিয়া তাপহারি বিক্রিয়া । আবার প্রায় সকল দহন ও সংযোজন বিক্রিয়া তাপোৎপাদী বিক্রিয়া ।
৬ । Additional Polymer(সংকলন পরিমার ) : রাবার, পলিথিলিন ।
৭ । Condensation Polymer(ঘনীভবন পরিমার ) : নাইলন , পলিএস্টার ।
৮ । বন্ধণীক্রমে=(Bond Pair-Anti Bond Pair ) /২
৯ । জ্যামিতিক সমাণুতা পদর্শনকারী যৌগ চেনার উপায়ঃ
- প্রত্যেক পার্শ্বের কার্বনের উভয়পাশে দুটি ভিন্ন ভিন্ন মৌল যুক্ত থাকবে ।
- যৌগগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে ।
- উভয়পাশের কার্বনের সাথে যুক্ত মৌলগুলোর কমপক্ষে একটি বা সবগুলো মিল থাকবে ।
১০ । আয়োডোফর্ম বিক্রিয়া প্রদানকারী যৌগ চেনার উপায়ঃ
- যৌগে CH3-CO- মূলক থাকবে ।
- অথবা ২ নং কার্বনে O থাকবে ।
কিছু বুঝতে পারিনি
ReplyDeleteকিছু বুঝতে পারিনি
ReplyDeleteকিতা এসব
ReplyDelete